DoinikBarta_দৈনিকবার্তা  242

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ এপ্রিল: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, নির্বাচিত হলে নগরবাসীর নাগরিক সুবিধা ও নগর উন্নয়নে নানামুখী কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর সেবা নিশ্চিত করা হবে।ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইনজীবীদের কাছে তার ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।এ সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারে স্বাগত জানান।

এ সময় সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘ঢাকা নগর নিয়ে আমার অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করবো। নাগরিক সুবিধা নিশ্চিত করবো।’ তিনি বলেন, ‘আমি ঢাকার সন্তান, তাই ঢাকাবাসীর ভোটে আমার হক বেশি।সাঈদ খোকন বলেন, সুপ্রিমকোর্টের বারে এসেছি আইনজীবীদের কাছে দোয়া চাইতে। তাদের কাছে দোয়া ও ভালবাসা চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার।