DoinikBarta_দৈনিকবার্তা  621

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ এপ্রিল: চীনে একটি কয়লাখনি প্লাবিত হয়ে ২১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রায় অনিয়ন্ত্রিত এ শিল্পে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার চীনের এক সরকারি কমকর্তা এএফপি’কে এ কথা জানান।চীনের ওয়ার্ক সেফটি রেগুলেটরের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের দাতংয়ে ওই কয়লাখনির ভূগর্ভস্থ রিজার্ভার থেকে এ বন্যার সৃষ্টি হয়। এ সময় ওই কয়লাখনিতে ২৪৭ জন কর্মী কাজ করছিলো।শানজি অ্যাডমিনিস্ট্রেশন অব কোল মাইন সেফটি’র এক কর্মকর্তা বলেন, সেখানে এ বন্যার ঘটনায় মোট ২১ জনের মৃত্যু ঘটে। এদের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি এএফপিকে বলেন, বন্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।শিনহুয়া জানায়, রোববার দুর্ঘটনার পর জিয়াংজিওয়ান খনিতে ২২৩ জন কর্মী নিরাপত্তাহীনতায় রয়েছে এবং ২৪ জন আটকা পড়েছে। এদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এদের একজন হাসপাতালে মারা যায়।বার্তা সংস্থা জানায়, দাতং কোল মাইন গ্রুপের মালিকানাধীন এ কয়লা খনিটি বার্ষিক উৎপাদন প্রায় ৯ লাখ মেট্রিক টন।কয়লা খনির নিরাপত্তা বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা গত মাসে জানান, ২০১৪ সালে চীনের বিভিন্ন কয়লা খনিতে দুর্ঘটনায় ৯২১ জনের প্রাণহানি ঘটে।