দৈনিকবার্তা-ঢাকা, ২৩ এপ্রিল: সিটি কর্পোরেশন নির্বাচনে জনসংযোগকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে উপর্যুপুরি ন্যাক্কারজনক হামলার ঘটনায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। শান্তির দাবী নিয়ে বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে অবস্থানকারী বঙ্গবীর বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে প্রকাশ্য দিবালোকে বেগম খালেদা জিয়ার মতো জাতীয় গুাংত্বপূর্ণ ব্যক্তির উপর বারবার এরকম আক্রমণের ঘটনা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া ঘটানো সম্ভব নয়।
এধরনের ঘৃণ্য কাজে ইন্ধন যুগিয়ে সরকার সন্ত্রাসবাদ ও নৈরাজ্যকে জাতীয়করণ করছে, যা কোনোভাবেই কাম্য নয়। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখার পর থেকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকরের কর্মকা- ইতোমধ্যে সহ্যের সীমা অতিক্রম করেছে।” সরকারের শুভবুদ্ধির উদয় হবে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, “লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ নিয়ে এমন ছেলেখেলা কারোর জন্যই মঙ্গলময় হবে না। তাই অবিলম্বে খালেদা জিয়া এবং তাঁর লোকজনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
এদিকে, সফররত পাকিস্তান দলকে ওয়ানডে ক্রিকেটে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, “সঠিক নেতৃত্ব ও দিক নির্দেশনা পেলে বাংলাদেশের ছেলে-মেয়েরা ক্রিকেটের মতোই সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।