শিশু যৌন হয়রানির অভিযোগে কলম্বিয়ায় ২৯৮ জনকে গ্রেফতার 12353

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: শিশুদের ওপর যৌন হয়রানি বন্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে কলম্বিয়া কর্তৃপক্ষ ২৯৮ জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার দেশটির শীর্ষ প্রসিকিউটর কার্যালয় থেকে বলা হয়েছে, ২০ ও ২১ এপ্রিলে চালানো এই অভিযানের জন্য ১ হাজার ১৮০’র বেশি অপরাধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখন পর্যন্ত এই অভিযানে ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।তারা আরও জানায়, এ বছর কর্তৃপক্ষ এ ধরনের অপরাধের ১১ হাজার ৭২৯টি অভিযোগ পেয়েছে। এসব ঘটনায় ১২ হাজার ৯শ’ ২১ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।১৪ বছরের কম বয়সী শিশুরাই এ ধরনের নির্যাতনের বেশি শিকার।ইউনিসেফের সর্বশেষ প্রতিবদনে বলা হয়, কলম্বিয়ায় যৌন নির্যাতনের শিকার ৮৬ শতাংশই শিশু।