দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: বিচারিক ক্ষমতা ছাড়া সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আইওয়াশ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।বুধবার রাজধানীর বাংলাবাজার-সদরঘাট এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন আফরোজা আব্বাস।আফরোজা আব্বাস বলেন, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে, এটা শুধু আইওয়াশ। আমরা তো টহল দেয়ার জন্য সেনাবাহিনী চাইনি।সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে আফরোজা আব্বাস বলেন, যদি নিরপেক্ষ নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করুন। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কার পক্ষে আছে, তারা তা বুঝিয়ে দেবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, সিটি নির্বাচন সামনে রেখে ২৬ এপ্রিল সেনাবাহিনী মোতাযেন করা হবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবে তারা।২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট নেয়া হবে।মির্জা আব্বাসকে প্রচারণায় নামতে না দেয়ার বিষয়টি উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন,আমি ঢাকার বউ, আমার বাড়ি পাবনায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার নিরাপত্তা ও ইজ্জত রক্ষায় ঢাকাবাসীর সহযোগিতা চাই। ঢাকাবাসীকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমাকে নিরাপত্তা দিন,আমার সম্মান রক্ষা করুন।তিনি আরও বলেন, নির্বাচনে নীরব বিপ্লব হবে, মির্জা আব্বাস জয়ী হবেন।এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আহ্বান জানান আফরোজা আব্বাস।আফরোজা আব্বাস বলেন, নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকাকে গড়ে তুলবেন মির্জা আব্বাস।