DoinikBarta_দৈনিকবার্তা kader1429700465

দৈনিকবার্তা-বান্দরবান, ২২ এপ্রিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমাকে আন্দোলন করতে হবে না। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শেষ হবে।ওবায়দুল কাদের বুধবার পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় নির্মাণাধীন থানচি-আলীকদম সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার দীর্ঘ থানচি-আলীকদম সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার মধ্য দিয়ে পার্বত্য তিনটি জেলার মধ্যে সড়ক সংযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে থানচি-আলীকদম সড়কটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।সংসদ সদস্য আশিকউল্লাহ রফিক, চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল মো. শফিকুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইন চীফ মেজর জেনারেল মোহাম্মদ আবদুল কাদির, অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ গণি,স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনসহ বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে সড়ক অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এ অঞ্চলের অবকাঠামোর সাথে অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধি জড়িত। পার্বত্য এলাকার অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সচেষ্ট বলেও তিনি উল্লেখ করেন।সড়কটি নির্মাণের ফলে কক্সবাজারের সাথে সরাসরি পার্বত্য এলাকার তিনটি জেলার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি রামগড়-বারৈয়ার হাট-ফেনী হয়ে ঢাকার সাথে এবং থানচি-আলীকদম হয়ে কক্সবাজারের সাথে পার্বত্য এলাকার সড়ক সংযোগ তৈরী হবে।