Tamim-fifty-NS

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও সহজ জয় তুলে নিল টাইগাররা। ৮ উইকেটের জয় নিয়ে নিজেদের এ সিরিজে ফেভারিট প্রমান করে লাল-সবুজের বাংলাদেশ।ফলে, ৩-০তে জয় নিয়ে সফরকারী পাকিস্তানকে বাংলাওয়াশ উপহার দিল মাশরাফি বাহিনী।২৫১ রানের জয়ের টার্গেটে নেমে ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৩৯.৩ ওভার খেলেই পাকিস্তানকে লজ্জার বাকিটুকু বুঝিয়ে দিল বাংলাদেশ। সৌম্য সরকারের প্রথম শতকে পাকিস্তানকে অনায়াসে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।৪৭ রানে শেষ ৮ ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে আড়াইশ রানে বেধে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসানরা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তরুণ সৌম্য সরকারের প্রথম শতকে মাঝারি লক্ষ্য তাড়া করে দলকে সহজ জয়ই পেয়েছে স্বাগতিকরা।অধিনায়ক আজহার আলির প্রথম শতকের পরও তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের হার এড়াতে পারেনি পাকিস্তান। এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে দশমবারের মতো সিরিজের সব ম্যাচে জিতল বাংলাদেশ।এর আগে দুইবার করে নিউ জিল্যান্ড, জিম্বাবুয়ে ও কেনিয়া এবং একবার করে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে সিরিজের সব ম্যাচে হারায় বাংলাদেশ।৩-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমিয়েছেন মাশরাফিরা।

The Pakistan Team sets the target of 250 runs for Bangladesh Team in the third and final ODI match in Dhaka.

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৩৯ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দেশের মাটিতে এ নিয়ে টানা আট ওয়ানডেতে জিতল তারা।তামিম ইকবালের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সৌম্য। শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন আগের দুই ম্যাচে শতক করা তামিম। ১৪৫ রানের উদ্বোধনী জুটিতে তার অবদান ৬৪ রান।দ্বি-পাক্ষিক সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রানের নিজের রেকর্ডই ভাঙা তামিম ফিরেন জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হয়ে। তামিমের ৭৬ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও একটি ছক্কায়।পরের ওভারে মাহমুদউল্লাহকে বোল্ড করে বাংলাদেশকে চাপে ফেলেন জুনায়েদ। কিন্তু সৌম্য ও ছন্দে থাকা মুশফিকের পাল্টা আক্রমণে চাপ কেটে সহজ জয়ই পায় বাংলাদেশ।

আজহারের বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাকিয়ে নিজের প্রথম শতকে পৌঁছান সৌম্য। নিজের রান তিন অঙ্কে নিয়ে যেতে ৯৪ বল খেলেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সৌম্য অপরাজিত থাকেন ১২৭ রানে। তার ১১০ বলের অসাধারণ ইনিংসটি ১৩টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ। এই ইনিংস খেলার পথে দাপটের সঙ্গে খেলেন পাকিস্তানের সব বোলারদের।চার হাঁকিয়ে জয় এনে দেয়া মুশফিক অপরাজিত থাকেন ৪৯ রানে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে সৌম্যর সঙ্গে ৯৭ রানের জুটি উপহার দেন তিনি। বোলিং আক্রমণে ধার বাড়াতে ওমর গুল ও জুলফিকার বাবরকে ফেরায় পাকিস্তান। তাতেও লাভ হয়নি। ৬৩ বল অব্যবহৃত রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। সৌম্যর জবাব জানা ছিল না তাদের কারোরই। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণকে এলোমেলো করে ইচ্ছেমত শট খেলেন সৌম্য।

211503.3

জয়ের যত কাছে দলকে নিয়ে যাচ্ছিলেন সৌম্য-মুশফিক গ্যালারিতে তত বাড়ছিল ভক্তদের উল্লাস। সৌম্যর শতকের পরই গ্যালারিতে জয় উৎসব শুরু করেন তারা। মুহুর্মুহু গর্জনে ফেটে পড়া ভক্তরা ফিরেন বাংলাওয়াশের সুখস্মৃতি নিয়ে।এর আগে অভিষিক্ত সামি আসলামের সঙ্গে ৯১ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন আজহার। মাশরাফি প্রথম ৫ ওভারে ১৭ রান দিলেও ভালো করতে পারেননি অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। তবে স্পিনাররা আক্রমণে এলে অতিথিরা আর রানের গতি ধরে রাখতে পারেনি।বাঁহাতি ব্যাটসম্যান আসলামকে মুশফিকের গ্লাভসবন্দি করে ১৮ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন নাসির হোসেন। প্রথম ওয়ানডেতে ৪ ও দ্বিতীয় ওয়ানডে শূন্য রান করা মোহাম্মদ হাফিজ আবার ব্যর্থ হয়েছেন। এবার ৪ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে যান তিনি।দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আজহার ও হারিস। আজহার শতক ও হারিস অর্ধশতকে পৌঁছে দলকে বড় সংগ্রহের পথে রেখেছিলেন।শতক করে আজহারের বিদায়ে ভাঙে তৃতীয় উইকেট জুটির ১৭.২ ওভারের প্রতিরোধ। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ১০১ রানের দৃঢ়তাভরা ইনিংস খেলেন আজহার। তার ১১২ বলের অধিনায়কোচিত ইনিংসটি গড়া ১০টি চারে।নিজের পরের ওভারে ফিরতি ক্যাচ নিয়ে মোহাম্মদ রিজওয়ানকে ফেরান সাকিব। মাঝখানের ওভারে বিপজ্জনক হারিসকে ফেরান মাশরাফি। তার বলে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ৫২স রান করেন হারিস।

Soumya Sarkar's maiden ODI hundred helped Bangladesh sweep the series 3-0 with an eight-wicket win against Pakistan in Mirpur

দ্বিতীয় স্পেলে টানা পাঁচ ৫ ওভার বল করে ২৭ রান দিয়ে দুটি উইকেট নেন মাশরাফি। তার এই পাঁচ ওভারের তিনটি ছিল ব্যাটিং পাওয়ার প্লের সময়ে করা। সব মিলিয়ে ৪৪ রানে ২ উইকেট নেন ‘নড়াইল এক্সপ্রেস মাশরাফি। বাঁহাতি স্পিনার সাকিব দুই উইকেট নেন ৩৪ রানের খরচায়।ফাওয়াদ আলমকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। ফাওয়াদের বিদায়ে অবদান কম নয় অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেয়া নাসিরের।এক সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ২০৩ রান। সেখান থেকে আরো বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও রানের বেশি করতে পারেনি অতিথিরা। শেষ দিকে মাশরাফি, সাকিব, আরাফাত ও রুবেলের দারুণ বোলিং রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।৪৭ রানে পাকিস্তান শেষ ৮ উইকেট হারানোয় বড় অবদান রয়েছে আরাফাত (২/৪৩) ও রুবেলের (২/৪৩)। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শতকের কারণে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সৌম্য সরকার এবং ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন তামিম ইকবাল।

এদিকে, সীমিত ওভারের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, জাকার্তায় কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলার খবর নিয়েছেন।

ranking

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রধান এক অভিনন্দন বার্তায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।প্রধানমন্ত্রী এই অভিনন্দন বার্তায় আরো বলেছেন, এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের মনোবলকে আরো বাড়িয়ে দেবে।আন্তর্জাতিক যে কোন ম্যাচে আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।প্রথম খেলায় বাংলাদেশ ৭৯ রানে এবং দ্বিতীয় খেলায় ৭ উইকেটে জয়লাভ করেছিলো বাংলাদেশ।

Azhar Ali's maiden ODI hundred could not prevent Pakistan from suffering an eight-wicket defeat to Bangladesh in Mirpur

সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান: ৪৯ ওভারে ২৫০ (আজহার ১০১, আসলাম ৪৫, হফিজ ৪, হারিস ৫২, রিজওয়ান ৪, ফাওয়াদ ৪, নাসিম ২২, ওয়াহাব ৭, গুল ০, বাবর ১*, জুনায়েদ ৪; সাকিব ২/৩৪, আরাফাত ২/৪৩, রুবেল ২/৪৩, মাশরাফি ২/৪৪, নাসির ১/৩৭)। বাংলাদেশ:৩৯.৩ ওভারে ২৫১/২ (তামিম ৬৪, সৌম্য ১২৭*, মাহমুদউল্লাহ ৪, মুশফিক ৪৯*; জুনায়েদ ২/৬৭)।