DoinikBarta_দৈনিকবার্তা south-korea

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নতুন পরমাণু চুক্তির বিষয়ে সম্মত হয়েছে।গত চার বছরের আলোচনা শেষে উভয় দেশ পরমাণু চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।এদিকে নতুন এ চুক্তির ফলে সিউল তার বেসামরিক পরমাণু কর্মসূচি আরো বাড়াতে পারবে।বুধবার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।চুক্তির বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চুক্তিটি স্বাক্ষরিত হবে।কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়নহুপ বলছে, চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া শান্তিপূর্ণ পরমাণু কর্মকান্ড বাড়াতে পারবে।উল্লেখ্য ১৯৭৪ সালের পরমাণু চুক্তি পর্যালোচনা ও নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য গত চার বছর ধরে উভয় দেশের আলোচনা চলে।