দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: ষাটোর্ধ্ব বয়সে তারুণ্য প্রমাণ করার জন্য কত কী-ই না করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী আনিসুল হক।স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস অনেক আগে কেই। নির্বাচনে দাঁড়িয়ে সেটা প্রকাশ্যে দেখিয়ে বেড়াচ্ছেন তিনি। এতে ভোটারদের চমক দিচ্ছেন।এবার শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে নিজের খেলোয়াড়ি প্রতিভাটাও দেখিয়ে দিলেন।বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর পল্লবীর মুসলিম বাজারে নিজের প্রচারণা চলানোর সময় দেখতে পান, সেখানকার মাঠে ক্রিকেট খেলছে পাশের স্কলারস প্রিপারেটরি স্কুলের শিশুরা। হঠাৎ, প্রচারণা থামিয়ে ব্যাট হাতে নেমে পড়েন তিনি। বাচ্চাদের উদ্দেশ করে বলেন, বল করো, দেখি কেমন পারো। স্কুল পড়ুয়া শিশুরাও বিপুল উৎসাহে বল করে আনিসুল হকের উদ্দেশে। আর আনিসুল হকও বেশ সপাটে হাঁকালেন বলগুলো। দেখিয়ে দিলেন তার স্টাইলিশ ব্যাটিং। তবে কিছু বল আবার পরাস্ত করে তাকে।কিছুক্ষণ ক্রিকেট খেলে আবারো প্রচারণায় ফিরে যান আনিসুল হক।এর আগে সাংবাদিকদের সঙ্গে দৌড়ে, সাইকেল র্যালি করে চমক দিয়েছেন তিনি।
প্রচারণার ১৬তম দিনে মাঠে নেমেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।বুধবার সকালে রাজধানীর মিরপুর মুসলিম বাজার এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ প্রচারণা শুরু হয়েছে।মুসলিম বাজার এলাকায় প্রচারণাকালে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাই। এতে জনমনে স্বস্তি ফিরে আসবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ব্যাপারে তিনি বলেন, আমি জানতে পেরেছি একজন গাড়িবহর নিয়ে তার এক প্রার্থীর পক্ষে প্রারণায় নেমেছেন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমি সবাইকে আচরণবিধি মেনে চলতে অনুরোধ করবো।এ প্রচারণায় আনিসুল হকের সঙ্গে রয়েছেন তার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ। মুসলিম বাজার এলাকায় প্রচারণা শেষে মিরপুর-১২’র মোল্লাহ বস্তি হয়ে বাউনিয়া বাধ এলাকায় যাওয়ার কথা রয়েছে আনিসুল হকের। বিকেল ৩টায় মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে মনিপুর স্কুল হয়ে ভাষানটেক এলাকাতেও যান মেয়র পদপ্রার্থী আনিসুল হক।