DoinikBarta_দৈনিকবার্তা 20150222081331

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবি) আশুলিয়া শাখায় ডাকাতির সময় ডাকাতদের হাতে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বুধবার সকালে এই আর্থিক সহায়তার ঘোষণা দেন। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন অধিবেশন ২০১৫-এ যোগদান শেষে গভর্নর আজই দেশে ফিরেছেন।মহাব্যবস্থাপক বলেন, কেন্দ্রিয় ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে এই টাকা দেয়া হবে। ব্যাংকের যেসব কর্মকর্তা, কর্মচারি, নিরাপত্তাকর্মী এবং ব্যাংকের গ্রাহক ডাকাতির সময় মারা গেছেন তাদের আর্থিক সহায়তা দেয়া হবে।তিনি জানান, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিকেলে কেন্দ্রীয় ব্যাংক কিছু নির্দেশনা দেবে।মঙ্গলবার কাটগড়া বাজার এলাকায় সংঘটিত এই ব্যাংক ডাকাতির ঘটনায় এক ডাকাতসহ ৮ জন নিহত হন।