দৈনিকবার্তা-ঠাকুরগাঁও ২২ এপ্রিল: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ২৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ বুধবার (২২ মার্চ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বসত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ২৪টি বসত ঘরসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। তবে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো বলা যাচ্ছে না।