DoinikBarta_দৈনিকবার্তা Shakib-Al-Hasa

দৈনিকবার্তা-ঢাকা, ২২ এপ্রিল: চতুর্থ বাংলাদেশী হিসেবে ১৫০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে এই মাইলফলকের স্বাদ পান সাকিব।২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক অভিষেক ঘটে সাকিবের। এরপর পারফরমেন্সের ঝলক দেখিয়ে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন এই অলরাউন্ডার। সেই সাথে ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডারও হয়েছেন তিনি। বর্তমানে র‌্যাংকিং-এর দ্বিতীয়¯’ানে রয়েছেন সাকিব।সাকিব ছাড়াও বাংলাদেশের হয়ে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা।