DoinikBarta_দৈনিকবার্তা Afroza.Abbas_

দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: ঢাকা দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস ১৫তম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।মঙ্গলবার সকাল সোয়া ১০টায় রাজধানীর লালবাগের হোসনী দালান এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।এ সময় সাধারণ জনগণ, যুবদল, ছাত্রদল, মহিলাদল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাতে দেখা যায়। আফরোজা অভিযোগ করে বলেন, আমরা যেখানেই যাচ্ছি, সরকারদলীয় লোকজন হামলা চালাচ্ছে। পুলিশ হেনস্তা করছে। আমি কোনো বাসায় ঢুকলাম আমার সামনেই ঘরে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এই অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে আমরা সেনাবাহিনী চাই, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চাই।দিনব্যাপী প্রচারণায় আফরোজা আব্বাস রাজধানীর নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, চানখারপুল, তারা মসজিদ, তাঁতী বাজার, বেগম বাজার এবং ঢাকা শিক্ষা বোর্ড এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ চালাবেন।এদিকে, মঙ্গলবার হাইকোর্টে মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস আজ মঙ্গলবার নির্বাচনী এলাকার হোসেনী দালাল, ঢাকাশিক্ষা বোর্ড এলাকাসহ বেশ কিছু স্থানে তার স্বামীর পক্ষে গণসংযোগ করেছেন।এসময় ডক্টরস এসাসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. রফিকুল ইসলাম, মাওলানা আবদুল মালেক, কাউন্সিলর প্রার্থী শাহিদা মোর্শেদ ও আনোয়ার পারভেজ বাদল প্রমুখ আফরোজা আব্বাসের সাথে ছিলেন। বিকেলে বাসাবো, রাজারবাগ কালিমন্দিরে মিসেস আফরোজা আব্বাসএদিকে আফরোজা আব্বাস বাসাবো কদমতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে যান। এসময় তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেন ও তাদের কাছে মির্জা আব্বাসের জন্য মগ মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় রমেশ দত্ত, উত্তম সরকার, পবনদাস, যদুদাস, নিত্তনদাস প্রমুখ উপ¯ি’ত ছিলেন।গণসংযোগকালে আফরোজা আব্বাস গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় বলেন, সরকার নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড তৈরি না করে একচেটিয়া, একতরফা নির্বাচনের মধ্যেমে ঢাকা সিটি নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। তিনি এসময় আরও অভিযোগ করেন, মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে প্রতিদিন আমাদেরকে হয়রানি করা হচ্ছে, বাধা দেয়া হচ্ছে।