150421071129_morsi_640x360_ap_nocredit

দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল:  মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও আরো ১২ আসামীকে আদালত ২০ বছরের কারাদন্ড দিয়েছে। মুরসির শাসনামলে বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে এ কারাদন্ড দেয়া হয়। তবে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে হত্যার অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। এ অভিযোগে তার মৃত্যুদ- হওয়ার কথা ছিল। মুরসির বিরুদ্ধে ২০১২ সালে প্রেসিডেন্ট ভবনের সামনে সংঘর্ষকালে এক সাংবাদিক ও দুই বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছিল।কালো তালিকাভুক্ত মুসলিম ভ্রাদারহুডের নেতা মুরসি ও অন্যান্য আসামীকে ২০১২ সালের ৫ ডিসেম্বর সংঘর্ষকালে বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়। একই অভিযোগে আরো দুই আসামীকে ১০ বছরের কারাদ- দেয়া হয়।বিবাদী পক্ষের আইনজীবীরা বলছেন, মঙ্গলবারের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।