দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভযোগ করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তারা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে।
কামরুল ইসলাম মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, চিত্রনায়ক ডেনি সিডাক প্রমুখ বক্তব্য রাখেন।‘কারওয়ানবাজারের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা কিসের আলামত ?’ এমন প্রশ্ন রেখে কামরুল ইসলাম বলেন, মানুষ যখন আনন্দঘন পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, তখনই খালেদা তার সেই চেহারা নিয়ে আসলেন। কারণ বিএনপি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে। জনগণ তাদের সঙ্গে নেই উপলব্ধি করে তারা যেকোনো মূল্য নির্বাচন নষ্ট ও ভন্ডুল করতে চায়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন তার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে নেমেছেন। অথচ নিরাপত্তার অজুহাতে আদালতে হাজিরা দিতে যান না।