DoinikBarta_দৈনিকবার্তা gibson

দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: সিটি নির্বাচনের পরিবেশ সুষ্ঠূ রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সন্ত্রাস ও সহিংস ঘটনায় উদ্বিগ্ন ব্রিটেন।ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এক বার্তা পাঠান। সেখানে এ কথা বলেন তিনি।রবার্ট ডব্লিউ গিবসন বলেন, গত দুই সপ্তাহে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চলাকালে সংঘটিত সহিংস ঘটনাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটেন। নির্বাচনী প্রচারণায় সংঘটিত এমন সহিংসতা উদ্বেগজনক।

গিবসন আরও বলেন, সহিংসতামুক্ত ও ভয়ভীতিহীন নির্বাচনী প্রচারণার পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালনের উপর জোর দেয়া প্রয়োজন। যেন ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘেœ প্রয়োগ করতে পারেন।উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির নেতারা সরকার দলের সমর্থকদের ওপর হামলার দায় চাপালেও তা অস্বীকার করছে আওয়ামী লীগ।