দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন, ঢাকা সিটিতে তার মনোনীত প্রার্থীরা জনগণের ভোট পাবেন না। তাই তিনি নির্বাচনী উৎসবকে নষ্ট করার জন্য প্রচারণার নামে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চাইছেন।তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সমানে ‘বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ‘সিটি করপোরেশন নির্বাচনকে নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত রাখতে পেট্রোলবোমা নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে বেগম জিয়ার গাড়ি বহরে হামলা চালাতে পারে অথবা তার দলের অন্ত:কোন্দল থেকে ঘটনা ঘটতে পারে। অথবা নৈরাজ্য সৃষ্টি করে সরকারের পতন ঘটাতে না পেরে তিনি একটি নাটকও সৃষ্টি করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, অবরোধ-হরতালে পেট্রোলবোমায় দগ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষ খালেদার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, কালোপতাকা দেখাচ্ছে, প্রতিবাদ করছে। সোমবার তিনি গণসংযোগের নামে কারওয়ান বাজারে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। তখন মানুষ বিক্ষোভ করেছে। এ সময় খালেদার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা তাদের ওপর গুলি ছুড়েছে।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, মানুষ হত্যার আন্দোলন করে সরকারের পতন ঘটাতে ব্যর্থ খালেদা এখন নতুন কৌশল নিয়েছেন। তাই প্রচারণার নামে বিশেষ পরি¯ি’তি সৃষ্টি করে নির্বাচনকে নষ্ট করতে চান। কারণ তিনি জানেন, নির্বাচনে তার প্রার্থীকে মানুষ লালকার্ড দেখাবে।সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, কারওয়ান বাজারের ঘটনার তদন্ত করুন। তার পর গুলিবর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। খালেদা জিয়া কীভাবে উস্কানি দিচ্ছেন তাও তদন্ত করে দেখা হোক এবং প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।