unnamed

দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।রাজধানীর নয়াপল্টনে পলওয়েল সুপার মার্কেটে মির্জা আব্বাসের প্রচারণা শেষ করে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ফকিরাপুল মোড়ে আসেন। মোড় অতিক্রম করার সময় মঙ্গলবার সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাড়িবহরে অতর্কিতভাবে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোড়ে।ঘটনাস্থলে দায়িত্বে থাকা মতিঝিল থানা পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।এর আগে কারওয়ান বাজারে সোমবার সন্ধ্যায় খালেদা গাড়িবহরে হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন।মতিঝিল জোনের ভারপ্রাপ্ত ডিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘কিছু দুর্বৃত্ত ফকিরাপুলে জটলা পাকায়। এ সময় আমরা ধাওয়া দিলে তারা পিছু হটে।’

বিএনপি নেতারা অভিযোগ করেন, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মমিনুল ইসলাম সাঈদের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এসময় সাঈদ মুখে কালো কাপড় পেচিয়েছিলেন বলেও জানান তারা।এদিকে প্রচারণা শেষে রাত ৯টা ১৪ মিনিটে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি।রাত সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় গণসংযোগ করে ফকিরাপুল থেকে নয়াপল্টনের দিকে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।এসময় তার গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হয়। গাড়িবহর ফকিরাপুল কাঁচা বাজার সংলগ্ন এলাকায় গেলে এ হামলার ঘটনা ঘটে।এর আগে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সশস্ত্র হামলার শিকার হয়েছিল খালেদা জিয়ার গাড়িবহর। তারপরও সেই হামলায় ভাঙা গাড়ির বহর নিয়েই পরের দিন প্রচারণায় নামেন খালেদা জিয়া