দৈনিকবার্তা-ঢাকা, ২১ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি দেখতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার বিকেলে তারা সরেজমিনে ক্ষতিগ্রস্ত গাড়ি দেখতে আসেন।সোমবার (২০ এপ্রিল) কারওয়ান বাজারে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) একটি গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এনে রাখা হয়। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালো রঙা ঢাকা মেট্রো চ-৫৩৮৮২১ নম্বরের গাড়িটি মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কার্যালয়ের মূল ফটকের একেবারে পাশেই রাখা হয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মোট ছয়টি গাড়ি সেখানে রাখা হয়।
মঙ্গলবার বিকেল ৪টা বাজার কিছু আগে প্রথমে পাকিস্তান ও ব্রিটেনের ডেপুটি হাইকমিশনাররা এসে গাড়িটি দেখে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর একে একে আসেন জাপানের রাষ্ট্রদূত; অস্ট্রেলিয়া ও কানাডার ডেপুটি হাইকমিশনার; কাতার, তুরস্ক, ফ্রান্স, সৌদি আরব, ডেনমার্ক, কুয়েত, নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ একজন প্রতিনিধি। সবশেষে ৪টা ৫০ মিনিটে প্রবেশ করেন ভারতীয় একজন শীর্ষ কূটনীতিক।কার্যালয়ে খালেদা জিয়া ছিলেন না, এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আহমেদ খান ও ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন। ৪টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় ৫টার দিকে।বৈঠকে কী কথা হয়েছে এ ব্যাপারে কিছু জানা না গেলেও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা জানান, কূটনীতিকরা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি পরিদর্শনে এসেছেন।