DoinikBarta_দৈনিকবার্তা hobigonj24

দৈনিকবার্তা-হবিগঞ্জ, ২০ এপ্রিল: হবিগঞ্জে গ্রেনেড হামলা মামলায় আজ আদালতে ৮ আসামি হাজিরা দিয়েছেন।সোমবার এ মামলার নির্ধারিত তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে এই ৮ আসামি হাজিরা দেন। মামলার পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করা হয় ।আসামিরা হলেনÑজিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম, বিএনপি কর্মী আয়াত আলী, সেলিম আহমেদ, সাহেদ আলী, জয়নাল আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদল কর্মী মহিবুর রহমান।

হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এ মামলার অধিকতর তদন্ত কাজ এগিয়ে চলছে।তদন্ত কর্মকর্তা সিআইডি’র সিলেটের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য মামলারও তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে।তিনি জানান, কিবরিয়া হত্যা মামলার চার্জশীটের সাথে এই বিস্ফোরক মামলার খুব বেশি ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। আদালতে শিগগিরই এ মামলার চার্জশীট দাখিল করা হবে।

কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেটের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল গত বছরের ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলায় ৩য় দফা সম্পূরক চার্জশীট দাখিল করেন। আসামীদের নাম, ঠিকানা ভুল থাকায় তা সংশোধন করে পরে আরো দু’দফা সম্পূরক চার্জশীট দাখিল করা হয়।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন নিহত হন।এ ঘটনায় বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপিসহ আওয়ামী লীগের ৪৩ জন নেতা-কর্মী আহত হন।এ ব্যাপারে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি বাদি হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।