দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২০ এপ্রিল: নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র চালককে দোষারপ করলেই চলবে না। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তবে একটি দুর্ঘটনার জন্য অধিকাংশ ক্ষেত্রেই চালকের বেপরোয়া গতি ও অসাধানতা দায়ী, মন্তব্য করে তিন বলেন, এর প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে বের হওয়া শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রার আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।