DoinikBarta_দৈনিকবার্তা দল

দৈনিকবার্তা-ঢাকা, ২০ এপ্রিল: এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাই অনেকটা নির্ভার মাশরাফি বাহিনী। টাইগারদের সামনে এবার হোয়াইওয়াশের হাতছানি। এমন অবস্থায় সোমবার কঠোর অনুশীলনে দেখা গেছে আজহার আলীর দলকে।অপরদিকে স্কোয়াডের বাইরে থাকা তিন ক্রিকেটারের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান রুম্মানকে নিয়ে ঐচ্ছিক অনুশীলন করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ওয়ানডে সিরিজ জয়ের পর সোমবার অনুশীলনের কোনো বাধ্যবাধকতা ছিল না। মাশরাফি-সাকিব-তামিমরাও সময় কাটিয়েছেন টিম হোটেলে ঘুরে ফিরে। আবার কেউবা হোটেল ছেড়ে বাড়ির পথে ছুটেছেন খাবারের খোঁজে।এদিন সোনারগাঁও হোটেলে গাড়ি নিয়ে ছেলেকে নিয়ে গেছেন তাসকিন আহমেদের বাবা। উৎফুল্ল টিম ম্যানেজারও ডানহাতি এ পেসারকে ছেড়ে দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য।
দুপুরের খাবার শেষে জানা গেল- ঐচ্ছিক অনুশীলনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছয় ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনের জন্য নিজেদের গোছাতেও শুরু করেন। এরপর একে একে হোটেল লবি ছেড়ে বের হতে থাকলেন মুমিনুল-সাব্বির-মাহমুদুদুল্লাহরা।মিরপুরের উইকেটে কিছুটা সময় ঘাম ঝড়ালেন তারা। চন্ডিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিক টিম গাড়িতে করে বিকেল তিনটায় মিরপুরের পথে রওনা হলেন ছয় ক্রিকেটারকে নিয়ে।

তবে শেষ ম্যাচেও যে নির্ভার টাইগাররা ছেড়ে কথা বলবে না তা আগেই জানিয়ে রেখেছেন মাশরাফি, ‘সিরিজ জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এটা হয়ে যাওয়ায় এখন আমরা হোয়াইটওয়াশের কথাই ভাবছি।বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে মঙ্গলবার হয়ত শেষ অনুশীলনে নামবে মাশরাফি বাহিনী।তবে সোমবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন নিয়মিত দলের তিন সদস্য। যারা এখন পর্যন্ত সিরিজে মেলে ধরতে পারেননি নিজেদের। এরা হলেন মাহমুদুল্লাহ, সাব্বির ও সৌম্য। নিজ উদ্যেগেই এরা এদিন যোগ দিয়েছেন হাথুরুসিংহ ও –হিথ স্ট্রিকের অনুশীলনে। আর বাকি তিন সদস্য হলেন- মুমিনুল হক, রনি তালুকদার ও আবুল হাসান রাজু।

প্রথম ওয়ানডেতে মাশরাফির অনুপস্থিতে রাজু সুযোগ পেলেও বাকি দুজন কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান সিরিজের কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি। তবে নির্ভার শেষ ম্যাচে এ দুজনকে দেখা যেতে পারে। এদিন এমনটাই আভাস পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট থেকে। শেষ ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে মুমিনুলের সঙ্গে যোগাযোগ করা হলে জাতীয় দলের এ তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান জানান, টিম ম্যানেজমেন্ট থেকে তাকে তৈরি থাকার জন্য বলা হয়েছে। তবে এখনও নিশ্চিত নন তিনি।

অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে তামিম ইকবাল অপ্রতিরোধ্য থাকলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ব্যাটিং অর্ডারে এক ধাপ এগিয়ে ওপেনে নামা সৌম্য সরকার। তাই সেখানে হয়ত শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন রনি তালুকদার। তবে রনিকে এখনও কোনো মেসেজই দেওয়া হয়নি। যদিও সোমবারের অনুশীলনে ভীষণ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ডানহাতি এ ওপেনারকে।তবে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা দলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। কাজেই দ্বিতীয় ম্যাচ শেষে ঘোষিত তৃতীয় ওয়ানডের স্কোয়াডে তাই কোনো পরিবর্তনই আনেননি তারা। সিরিজ নিশ্চিত হওয়ার পর পরই তৃতীয় ওয়ানডের জন্য ১৪ জনের অপরিবর্তিত দল ঘোষণা করেছিল বিসিবি।