দৈনিকবার্তা-ঢাকা, ২০ এপ্রিল: সম্প্রতি দেশের সর্ববৃহৎ ফোরজি সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন এবং আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ইউটিস্টারকমের মধ্যে কেরিয়ার গ্রেড ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলালায়নের চেয়ারম্যান, মেজর (অবঃ) আবদুল মান্নান এবং ইউটিস্টারকম এর জেনারেল ম্যানেজার গ্লোবাল এলায়েন্স হাই ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বাংলালায়ন ইউটিস্টারকম’র প্রযুক্তি ব্যবহার করে দেশের বৃহত্তম নেটওয়ার্ক আধুনিকীকরণ এবং সম্প্রসারণ করবে। যার ফলে গ্রাহকগণ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুলভে ও নির্বিঘেœ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ওয়ারল্যাস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালায়ন এর চিফ অপারেটিং অফিসার, মো. শফিকুল ইসলাম, চিফ টেকনোলজি অফিসার, এখলাস উদ্দিন আহমেদ, চীফ অব ওয়াইফাই এ্যান্ড ভাস, আজহার এইচ চৌধুরী, চিফ সাপ্লাই চেইন অফিসার, ক্যাপ্টেন বিল্লাল আহমেদ বিএন (অবঃ) এবং ইউটিস্টারকম এর সেলস এ্যান্ড মার্কেটিং ইন্ডিয়া এ্যান্ড সার্ক রিজিওন, মহেশ কুমার, সেলস রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ রিজিওন, সরকার এ. বাশার প্রমূখ।