DoinikBarta_দৈনিকবার্তা Foreign-State-Minister-02

দৈনিকবার্তা-ঢাকা, ২০ এপ্রিল: দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী বিক্ষোভকারীরা বাংলাদেশিদের বের করে দিচ্ছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভকারীরা বাংলাদেশিদেরও বের করে দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে তা সত্য নয়। সেখানে একটি রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে। ওই অপপ্রচারের জের ধরেই উত্তেজনার সৃষ্টি হয়েছে।তবে, বিক্ষোভে বাংলাদেশিদেরও কিছু দোকান ভাঙা হয়েছে স্বীকার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা দূতাবাসের মাধ্যমে সেখানকার বাংলাদেশিদের পরামর্শ দিয়েছি, পরিস্থিতি শান্ত না হলে দোকানপাট বন্ধ রাখতে।

এছাড়া, বাংলাদেশিদের জরুরি সহায়তা দিতে দূতাবাসের ২৪ ঘণ্টা হটলাইন চালুর বিবেচনা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।ইয়েমেন ও সেখানকার বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আমরা যতদূর জানতে পেরেছি, ইয়েমেনে প্রায় তিন হাজার বাংলাদেশি থাকার কথা বলা হলেও রয়েছেন এক হাজারের নিচে, আরও স্পষ্ট করে বললে ৭০০-৮০০। এর মধ্যে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন ৫০৮ জন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দু’দফায় ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন ৩৩৭ বাংলাদেশি। মঙ্গলবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হবে আরও ১৩৬ জনকে। এছাড়া, কেউ যদি দেশে ফেরত আসতে চান তবে তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাদের ফেরত আনা হবে।