দৈনিকবার্তা-কুমিল্লা, ২০ এপ্রিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও- পোড়াও, সহিংসতা বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে নেমেছেন। কিন্তু তার এ কৌশল যেন সাময়িক চর্চা না হয়। সোমবার সকালে সাড়ে ১১ টায় কুমিল্লা সেনানিবাস এবং কুমিল্লা পদুয়ারবাজারে চারলেন মহাসড়কের রেলওয়ে ওভারপাস নির্মানকাজ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়ার নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন এতে নির্বাচন প্রভাবিত হচ্ছে কিনা বা আচরণ বিধি লংঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, নির্বাচনী আচরণ বিধি লংঘনের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন থেকে যদি বাধা না দেয়া হয়, তাহলে আমাদের কিছু করার নেই। এসম কুমিল্লায় কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। েেসনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচন সেনাবাহিনী ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এবং সে নির্বাচনগুলোর সাতটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হন। তবুও সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। তারাই সিদ্ধান্ত নেবেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি, হবে না।তিনি বলেন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো বাধা প্রদান করেনি। এবারও তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।