16460_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: ২০১৮ সালের বিশ^কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে রাশিয়ার লুজিনকি স্টেডিয়ামে। কিন্তু ফাইনালের আগেই ৮৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের আসনসংখ্যা আট হাজার কমিয়ে আনার ঘোষনা দিয়েছে রাশিয়ান সরকার। সরকারের পক্ষ থেকে ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লুজিনকি অলিম্পিক কমপ্লেক্সে বিগ স্পোর্টস এরিনার আসনসংখ্যা ৮৯ হাজার থেকে ৮১ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিফার সাথে আলোচনা করে রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয় এই পরিবর্তনের ব্যপারে একমত হয়েছে।

২০১৮ বিশ^কাপের মূল ভেন্যু হিসেবে এই লুজিনকি স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। ফাইনাল ছাড়াও উদ্বোধনী ম্যাচসহ আরো কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিশ^কাপ উপলক্ষে বর্তমানে এর সংষ্কার কাজ চলছে। উল্লেখ্য ২০১৮ বিশ^কাপ ফুটবল রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্যে মস্কোতে দুটি এবং সেন্ট পিটার্সবার্গ, সামারা, সারানাস্ক, রোস্তোভ-অন-ডন,সোচি, কাজান, কালিনিনগ্রাড, ভোলগোগ্রাড, নিজনি নোভগোরোড এবং ইয়েকাটেরিনবার্গের একটি করে স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঘোষনা করা হয়েছে।