resize42836

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামেন মাশরাফি। এরপর বেশ কিছু ওয়ানডের পরই দেশের পেস অ্যাটাকের সেরা বোলারের স্বীকৃতিটা পেয়ে যান নড়াইল এক্সপ্রেস। কিন্তু দলের সেরা পেসার হয়েও পরবর্তীতে খুব বেশি ওয়ানডে খেলতে পারেননি মাশরাফি। কারণ ইনজুরির সাথে তীব্র লড়াই করতে হয় তাকে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ইনজুরির সাথে লড়াই করেছেন মাশরাফি। সেই লড়াইয়ে দাপটের সাথে জিতেছেনও তিনি। সেই সুবাদে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ। বাংলাদেশের হয়ে এ ম্যাচসহ ১৪৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। আর ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে দু’টি ম্যাচ খেলেন তিনি। ঐ দু’টি খেলাও আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই বিবেচনা করা হয়েছে। ১৪০ বা ততোধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশী খেলোয়াড়রা :খেলোয়াড় ম্যাচ। মোহাম্মদ আশরাফুল (২০০১-২০০৩) ১৭৫,আব্দুর রাজ্জাক (২০০৪-২০১৪) ১৫৩,মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৫) ১৫০*,সাকিব আল হাসান (২০০৬-২০১৫) ১৪৯*,মুশফিকুর রহিম (২০০৬-২০১৫) ১৪৮*,তামিম ইকবাল (২০০৭-২০১৫) ১৪৩*।