DoinikBarta_দৈনিকবার্তা Untitled-1-copy14

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য খালেদা আকরামের নেতৃত্ব ৭ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিশ্ব ব্যাংক ও আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় বুয়েটে একটি রোবোটিক সেন্টার স্থাপনের বিষয়টি জানান।তারা রাষ্ট্রপতিকে জানান, বুয়েটের ছাত্ররা সম্প্রতি নয়াদিল্লীতে অনুষ্ঠিত রোবোটিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বুযেটের ছাত্রদের এই চমৎকার নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেন।প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি হামিদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন এবং বলেন, এ ব্যাপারে ছাত্র-শিক্ষক উভয়কে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।