Jhenidah akidul Photo 19-4-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ১৯ এপ্রিল: মুক্তিপণের দাবীতে অপহৃত স্কুল ছাত্র আকিদুল (১৪) আজও উদ্ধার হয়নি। গত ১১ এপ্রিল শনিবার রাতে তাকে অপহরণ করা হয়। পরিবার সুত্রে জানা যায়, জেলার মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের মুনসুর আলীর ছেলে স্থানীয় হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আকিদুল ১১ এপ্রিল শনিবার রাতে ইউনিক পরিবহনের একটি বাসে খালিশপুর থেকে ঢাকায় তার ফুফুর বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু সে ফুফু বাড়ীতে আর পৌছায়নি। পরদিন ১২ এপ্রিল রোববার ০১৯৫৯-৭১৩৬২৫ মোবাইল নম্বর থেকে তার বাবার মোবাইলে রনি নামে একজন ফোন করে জানায় আকিদুল তাদের হেফাজতে আছে। ঢাকা তেজগাঁও এলাকায় আসার জন্য বলে। তাদের কথা মত মুনসুর আলী গেলেও ঐ নম্বরে তাদের আর পাওয়া যায়নি। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলছে এবং এক লাখ টাকা মুক্তিপন দাবী করছে। এ বিষয়ে মহেশপুর থানায় ১৬ এপ্রিল বৃহস্পতিবার একটি জিডি করা হয়। ৯ দিন পার হয়ে গেলেও ছেলেকে না পেয়ে বাবা-মা বাকরুদ্ধ প্রায়। পরিবারের চলছে শোকের মাতম। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে এবং আকিদুলকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।