19-04-15-PM_Krishok League Raising Day-2

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: বিএনপি জনগণকে কারফিউ গণতন্ত্র দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় গিয়ে উন্নয়ন ধ্বংস করে।রোববার বিকেলে কৃষক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পরিকল্পিতভাবে বিএনপি-জামাত দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।আর কৃষিকে আরো আধুনিক করার জন্য আওয়ামী লীগ সরকার কৃষি যান্ত্রিকীকরণের কাজ করছে বলেও জানান তিনি।

এছাড়া কৃষকদের কাছে সরকারের দেয়া সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কৃষকলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পেট্রোল বোমায় বাস পুড়িয়ে, মানুষ হত্যা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কীভাবে আবার বাস প্রতীকে ভোট চাইছেন? এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকার বিরোধী হরতাল-অবরোধের সময় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু সবচেয়ে বেশি অর্থায়ন করেছেন। কিন্তু তার ছেলে তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।তিনি বলেন, খালেদা জিয়া এতোদিন বাসে ছোঁড়ার জন্য ককটেল, পেট্রোল বোমা বিলি করেছেন। আর এখন তিনি বাস প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিলি করেছেন ও ভোট চাইছেন।প্রধানমন্ত্রী বলেন, যে মানুষ পুড়িয়ে মেরেছে তাকে আজ দেশের মানুষ ঘৃণা করে, সে ঘৃণ্য বস্তুতে পরিণত হয়েছে।সিটি নির্বাচনের প্রচারে নেমে তাবিথ আউয়ালের পক্ষে বাস প্রতীকে খালেদা জিয়ার ভোট চাওয়ার সমালোচনায় বিএনপি জোটের অবরোধে বাস পুড়িয়ে মানুষ হত্যার বিষয়টি তুলে এনেছেন পুধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা বিএনপি ঢাকা উত্তরে মেয়র পদে সমর্থন দিয়ে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথকে।তাবিথের পক্ষে শনিবার গুলশান, বনানী, মহাথালী এলাকায় ভোট চাওয়ার পর রোববার বিকালে উত্তরায় জনসংযোগে যান খালেদা। একই সময় কৃষক লীগের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এখন আবার উনি নেমেছেন। আগে পেট্রোল বোমা আর ককটেল বিলি করেছেন। এখন লিফলেট বিলি করছেন, সেই বাস মার্কায়। আব্দুল আউয়াল মিন্টুর টাকায়ই এসব হয়েছে। সে-ই টাকা দিল বাস পোড়ানোয়।জানুয়ারির শুরু থেকে তিন মাসে খালেদা জিয়ার ডাকা লাগাতার অবরোধে কয়েক হাজার গাড়ি পোড়ানো হয়। নাশকতায় মারা যান শতাধিক মানুষ। শেখ হাসিনা বলেন, যে এভাবে মানুষ পুড়িয়ে মারে, সে ঘৃণ্য বস্তু। যে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে, মানুষের ক্ষতি সাধন করেছে, সে কোন মুখে আবার বাস মার্কায় ভোট চায়।বিএনপি মানেই ধ্বংস তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ সৃষ্টি করে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ করে, আর বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেশের উন্নয়ন করি, তারা উন্নয়ন ব্যাহত করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা তা কমিয়ে দেয়।তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন চায় না। বিএনপি মানেই ধ্বংস, বিএনপি মানেই জাতির জন্য যন্ত্রণা।রাস্তায় নামলে মানুষ পুড়িয়ে মারার জবাবদিহি খালেদা জিয়াকে করতে হবে বলে জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ করে, আর বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেশের উন্নয়ন করি, তারা উন্নয়ন ব্যাহত করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা তা কমিয়ে দেয়। শেখ হাসিনা বলেন, ভূতের পা পেছনে যায় বলে কথিত আছে। বিএনপিও আমাদের উন্নয়নকে এভাবে পেছনে নিয়ে যায়।প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সহিংসতার কড়া সমালোচনা করে বলেন, আমরা দেশের মানুষকে খাদ্য দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তারা মানুষকে আগুনে- পেট্রোল বোমায় পুড়ে মারছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের শিক্ষার মান উন্নয়ন বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।