দৈনিকবার্তা-মানিকগঞ্জ, ১৯ এপ্রিল: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসী, তার ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। দেশের জন্য তিনি অত্যন্ত বিপজ্জনক।তিনি বলেন, ‘সিটি নির্বাচনের কারণে খালেদা জিয়া আপাতত আগুন সন্ত্রাস থেকে দূরে রয়েছেন। আগামীতে তিনি আবারো মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি হাতে নেবেন।তথ্যমন্ত্রী রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।স্থানীয় বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, সহ-সভাপতি মীর হোসেন আক্তার, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, জেপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী (আবু), পৌর মেয়র রমজান আলী ও আফজাল হোসেন খান জকি উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ওয়েজ বোর্ড ঘোষণা করেছে। এই ওয়েজ বোর্ড আদায় করতে হলে মফস্বল সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, এমন অনেক মিডিয়া হাউজ রয়েছে যারা ওয়েজ বোর্ড অনুযায়ী নিয়োগ দেয়। কিš‘ বেতন দেয়ার সময় অর্ধেকও দেয় না।মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম বিশ্বাস।