DoinikBarta_দৈনিকবার্তা Bangladeshis-in-Djiboiti

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে গত সপ্তাহে সরিয়ে নেয়া মোট ৩৩৭ বাংলাদেশী রোববার ভোরে ভারতের কেরালা রাজ্য হয়ে দেশে ফিরেছেন।বিমান বাংলাদেশের দু’টি বিশেষ ফ্লাইটে তারা কেরালা থেকে দেশে আসেন। এর প্রথম ফ্লাইটটি ভোর সাড়ে ৪টায় এবং এরপরই দ্বিতীয়টি হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে।এর আগে ভারত ও বাংলাদেশের নাগরিকসহ ভারতের দু’টি জাহাজ এমভি কাভারাত্তি ও এমভি কোরালস ১২ এপ্রিল আফ্রিকার দেশ জিবুতি থেকে কোচি বন্দরের উদ্দেশে যাত্রা করে।মধ্যপ্রাচ্যের ইয়েমেনে গতমাসে অস্থিতার সৃষ্টি হলে বাংলাদেশীরা পার্শ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নেয়।

এদিকে ১৫ এপ্রিল ইয়েমেনের হুদেদা থেকে ভারতের নৌবাহিনীর জাহাজে ৫ মহিলা, ৪ শিশুসহ ১৩৬ বাংলাদেশী পরদিন ১৬ এপ্রিল জিবুতি পৌঁছেন।কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সমুদ্রবন্দরে তাদের স্বাগত জানাতে জিবুতিতে অবস্থান করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় ১৩৬ বাংলাদেশীকে জিবুতি থেকে দেশে আনতেও বিশেষ ফ্লাইটের ব্যব¯’া করছে। ২০ এপ্রিল এই ফ্লাইট যাত্রা শুরু করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়।সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল হতে মোট ৫শ’ বাংলাদেশী ইয়েমেন থেকে জিবুতিতে আশ্রয় নিয়েছে। রোববার ভোররাতে ভারতের কেরালার বন্দরনগরী কোচি থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এ সময় বিমানবন্দরে ইয়েমেন ফেরত বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারর আলম।পরে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়েমেনের পাশ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতিতে ১৩৬ বাংলাদেশিকে ২০ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হবে। আর অন্যান্য বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।এর আগে বিভিন্ন দফায় ১১ বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়।