দৈনিকবার্তা-ঢাকা, ১৯ এপ্রিল: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে শিয়া বিদ্রোহী ও প্রেসিডেন্টপন্থী বাহিনীর সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।দেশটিতে হুতি শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতত্বাধীন বিমান হামলার চতুর্থ সপ্তাহ চলছে।সূত্র বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তায়েজ শহরে ভোরের দিকে উভয় পক্ষের সংঘর্ষে ১০ হুতি বিদ্রোহী ও প্রেসিডেন্টপš’ী পপুলার কমিটির চার সদস্য প্রাণ হারিয়েছে। নির্বাসিত প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর আল হাদির অনুগত সেনাবাহিনীর পাশাপাশি পপুলার কমিটিও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।এদিকে দক্ষিণাঞ্চলে সুন্নি উপজাতীয়রা হুতি বিদ্রোহীদের অবস্থানে হামলা চালিয়ে সাত বিদ্রোহীকে হত্যা করেছে।
উল্লেখ্য গত সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা বিনা বাধায় রাজধানী সানা দখলে নেয়। এরপর থেকে বিদ্রোহীরা বিভিন্ন প্রদেশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তৎপর হয়। এদিকে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে সৌদি আরবের নেতৃত্বে আরব উপসাগরীয় জোট ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে।গত ফেব্রুয়ারিতে হাদি সানায় গৃহবন্দীত্ব থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে চলে যান। কিন্তু সেখানেও থাকতে পারেননি। তাকে সৌদি রাজধানী রিয়াদে আশ্রয় নিতে হয়।