দৈনিকবার্তা-বান্দরবান, ১৮ এপ্রিল: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যেসব শর্ত এখনো বাস্তবায়ন হয়নি সেগুলো বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, শান্তি চুক্তির যেসব শর্ত আছে সেগুলো এ সরকারের আমলেই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে পজেটিভ অগ্রগতি হবে।
শনিবার সকালে বান্দরবান কেরানীহাট সড়কের বাজালিয়াস্থ নির্মাণাধীন হাঙ্গর ব্রিজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।সড়কে ব্ল্যাক স্পট বা বিপদজনক বাঁক সমাধানের ব্যাপারে মন্ত্রী বলেন, বান্দরবান থেকে কেরানী হাট পর্যন্ত এই রাস্তাগুলোর মধ্যে কিছু কিছু ব্ল্যাক স্পট বা দুর্ঘটনা প্রবন বাঁক চিহ্নিত করে আগেই সমাধান করা হয়েছে। আর মানুর টেক, রেইচা এবং পশ্চিম করটিয়া এ তিনটি ব্ল্যাক স্পট সমাধানের জন্য সচিব ও চিফ ইঞ্জিনিয়ারকে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।এ সময় তিনি সাতকানিয়া থানার কেরানীহাটে বান্দরবান সড়ক ও জনপথের জায়গা দখল করে এলাইট হাসপাতাল নির্মাণ করায় তদন্ত করে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আশিষ মুখার্জীকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, অতিরিক্তি জেলা প্রশাসক আবু জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মো.মজিবর রহমানসহ বিভিন্ন সরকাবি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।