দৈনিকবার্তা-জাবি, ১৮ এপ্রিল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এক আদিবাসী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মানববন্ধন ও সমাবেশ করেছে “শিক্ষক- শিক্ষার্থী ঐক্য মঞ্চ” ব্যনারে শতাধিক শিক্ষক শিক্ষার্থী। শনিবার বেলা সাড়ে এগারটায় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ শেষে অভিযুক্তদের শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারক লিপি প্রদান করা হয়।
এর আগে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী ও পারভীন জলির সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, আনন্দন, জাহাঙ্গীরনগর থিয়েটার, জলসিড়িসহ বিশ্ববিদ্যালয়ের ২২ টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। যৌন নিপীড়নে গঠিত সেল বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে দাবি করে মানববন্ধনে ঐক্য মঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ৯৮ সালে যৌন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলে ছিল। তার পরে দীর্ঘদিন নিপীড়নের ঘটনা ঘটলেও শিক্ষার্থীরা অভিযোগ করেননি। কিন্তু এ শিক্ষার্থীর অভিযোগ করেও প্রক্টরের দুর্ব্যবহারের শিকার হয়েছেন। অতিদ্রুত নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা করেন। মানববন্ধনে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ড. সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শাস্তির দাবিতে উপাচার্যকে ৪ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেন শিক্ষক শিক্ষার্থীরা। দাবি গুলো হ্েচ্ছ, নিপীড়কদের আজীবন বহিষ্কার, ফৌজদারি মামলা দায়ের ও আইন শৃঙ্খলা বাহিনীকে সোর্পর্দ করা, নিপীড়নের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যঅম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতে পর্যপ্ত আলো আর পাহাড়ারর ব্যবস্থা করা।
এদিকে, নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যনারে শিক্ষার্থীদের দাবি গুলো হলো, যৌন নিপীড়নের বিচার অতিদ্রুত করা, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ব: নিরাপত্তা জোরদার করা, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, দোষীদের রাষ্ট্রীয় আইনে ফৌজদারি মামলা ও আজীবন বহিষ্কার করা
প্রসংগত. ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান শেষে হলে ফেরার পথে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা নিপীড়নের শিকার হন এক আদিবাসী শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন। এছাড়া জাবি ছাত্রলীগও ৫ নেতাকর্মীকে বহিষ্কার করে।