দৈনিকবার্তা-মিরসরাই, ১৮ এপ্রিল: মিরসরাই পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে সংষ্কারকৃত সড়ক এবং চলতি সপ্তাহে সংস্কার কাজ চালু হবে এমন দুইটি সড়ক পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রতিনিধি দল সদ্য সংষ্কারকৃত হাজ্বী রুহুল আমিন সড়ক এবং চলতি সপ্তাহে সংস্কারাধীন মিরসরাই ডিগ্রি কলেজ রোড় ও মিরসরাই কোর্ট রোড় পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়া রিজনের সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট ক্রিস্টোপার টি. পাবলো, পিডি মোজাক্কার হোসেন, বিপিডি আনোয়ার হোসেন, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান, মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী, মিরসরাই পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার, সচীব সমর কান্তি চাকমা, ঠিকাদার আলমগীর কবির প্রমুখ।
মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান বলেন, ‘মিরসরাই পৌরবাসীর দীর্ঘদিনের দাবী মিরসরাই ডিগ্রি কলেজ রোড় ও মিরসরাই কোর্ট রোড় সংস্কারের। সেই দাবী পূরণ হতে যাচ্ছে শীঘ্রই। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এমজিএসপির অধীনে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে চলতি সপ্তাহে সংষ্কার কাজ শুরু হবে ওই দুইটি সড়কের।’
উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এমজিএসপির অধীনে সদ্য সংষ্কার হয় মিরসরাই পৌরসভার হাজ্বী রুহুল আমিন সড়ক। এছাড়া ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে চলতি সপ্তাহে সংস্কার কাজ শুরু হওয়ার কথা রয়েছে মিরসরাই ডিগ্রি কলেজ রোড় ও মিরসরাই কোর্ট রোড়ের।