দৈনিকবার্তা-ফরিদপুর, ১৮ এপ্রিল: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র পথসভায় গুলির ঘটনা ঘটেছে। এসময় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭জন গুলিবিদ্ধ হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টায় ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পরারন
গ্রামের মুন্সীবাড়ি কুমপাড় এলাকায়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সামান্য আহত হওয়ায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকী আহত ৬জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আহতরা হল ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের পরারন গ্রামের জমির মাতুব্বর (৬০), ফরমান মাতুব্বর (৫৬), খাটরা গ্রামের শাহজাহান মিয়া (৫০), আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের ছোবাহান (৬৫), সদরপুরের চরমানাইড় ইউনিয়নের চরমানাইর গ্রামের সাহেব আলী(৪৮), এমরাত আকন্দ (৫৬)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, কাজী জাফরউল্লাহর সভাশুরু হওয়ার একটু পরে ভাঙ্গা উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য দীপক মজুমদারেরসর্টগানথেকেমিসফায়ারহওয়ায়এঘটনঘটে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ইমরান আলী বলেন, ওসি সাহেব সামান্য আহত হওয়ায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকী ৬জন বেশি আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।