4326235_orig

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ এপ্রিল: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী ঢাকার উত্তরায় গণসংযোগ করেছেন।শনিবার সকাল সাড়ে ১১টায় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।এরপর রবীন্দ্র স্মরণী হয়ে উত্তরা ৩, ১২ ও ১৩ নম্বর সেক্টর এবং বেড়িবাঁধ হয়ে হাউজ বিল্ডিং ও নিকুঞ্জ আবাসিক এলাকার বিভিন্নস্থানে পথসভায় বক্তৃতা ও গণসংযোগ করেন মাহী।

সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ঈগল মার্কায় তিনি ভোট চান। পরিচ্ছন্ন নগর পেতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তরার বিভিন্ন এলাকাতে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী। এ সময় স্বেচ্ছাসেবী, কর্মী ও সমর্থকদের সঙ্গে ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। ময়লা আবর্জনা যেখানে-সেখানে না ছড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হয়- এলাকাবাসীকে সচেতন করেন মাহী।

শনিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে গণসংযোগ শুরু করেন মাহী। রবীন্দ্র স্মরণী হয়ে উত্তরা ৩, ১২ ও ১৩ নম্বর সেক্টর এবং হাউজ বিল্ডিং ও নিকুঞ্জ আবাসিক এলাকার বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন।সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তার প্রতীক ঈগল মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এ সময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতা দিতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে মাহী বলেন, আমি এ প্রজন্মের ভাবনাকে ধারণ করে সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে চাই। এ জন্য আপনাদের সহযোগিতার বিকল্প নাই। উল্লেখ্য,এর আগে গত বুধবার মিরপুরের কালশী এলাকায় ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন মাহী।