দৈনিকবার্তা-ঢাকা, ১৮ এপ্রিল: সুষ্ঠুভাবে সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সিটি করর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছে বলে মন্তব্য করেন এ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি দেখে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তাই দেশে হরতাল অবরোধ দিয়ে তারা সাধারণ মানুষকে মারার পায়তারা করছে। সিটি করর্পোরেশন নির্বাচনে দেশের মানুষ আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জঙ্গি নেত্রী খালেদা জিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দেবে।তিনি বলেন, রাজধানী ও চট্টগ্রামে সিটি নির্বাচনের হাওয়া লেগেছে। দেশের মানুষ চায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করুক। কিন্তু এ সুন্দর পরিবেশকে দূষিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে। কিন্তু সেসব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর।’
এসময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দঘন এ সিটি নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামতে দেয়া না হোক। তারা অনেক মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো সংঘাত এ দেশের মানুষ চায় না। কামরুল বলেন, একাত্তরের ঘাতক দালাল ও মুজিব নগরের সঠিক ইতিহাস সর্ম্পকে নতুন প্রজন্মকে জানতে দেয়া হয়নি। বর্তমান সরকারের কারণে দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সর্ম্পকে জানতে পারছে। এর আগে তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ভাকুর্তা ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাসুদ খান রানা, স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, আহলাদ হোসেন সহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।পরে মন্ত্রী সাভারের মুশুরী খোলা এলাকায় একটি মসজিদও উদ্বোধন করেন।