দৈনিকবার্তা-ইবি, ১৮ এপ্রিল: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছুদের মৌখিক সাক্ষাৎকার আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সুত্রে জানা গেছে।ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষে আসন ফাকা থাকায় অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছুদের মৌখিক সাক্ষাৎকার আহ্বান করা হয়েছে। এ ভর্তি কার্যক্রম ২১ এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব ইউনিটের বিভাগীয় অফিস কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
১৪৫৬ আসনের বিপরীতে প্রথম মেধা তালিকায় ভর্তি ১০১৫জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় এখনো ৪৪১ টি আসন ফাকা রয়েছে। এতে বিভিন্ন ইউনিট ভেদে এ ইউনিটে ২১টি, বি ইউনিটে ১২০ টি, সি ইউনিটে ৫৪ টি, ডি ইউনিটে ৬১ টি, ই ইউনিটে ৪৮ টি, এফ ইউনিটে ৫৩ টি, জি ইউনিটে ৩৪ টি ও এইচ ইউনিটে ৫০ টি আসনে ভর্তি করা হবে বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছে।উল্লেখ, আগামী ২৯ এপ্রিলের মধ্যে অপেক্ষমান তালিকায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সাক্ষাৎকার বোর্ডে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি (কোনো কেনো ইউনিটের চাহিদা মতে ৮ কপি) অবশ্যই সাথে আনতে হবে। ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ এ পাওয়া যাবে।