দৈনিকবার্তা-ঢাকা, ১৮ এপ্রিল: বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজ উদ্দিন আহমেদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।শনিবার বিকেলে একই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের সংবাদ সম্মেলন থাকায় আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।রাজধানীর নয়া পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের ১৬ জন কাউন্সিলর প্রার্থীকে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আদর্শ ঢাকা আন্দোলনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে জামিন দেওয়া হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থিতরা প্রার্থীদের হুমকি দিচ্ছেন।জান বাঁচাতে চাইলে ইলিশ মার্কায় ভোট দিন- আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন এমন বক্তব্য দিয়েছেন দাবি করে এমাজউদ্দীন বলেন, নির্বাচনী প্রচারণায় এমন হুমকি নির্বাচন কমিশনের আচরণবিধি বর্হিভূত। এটা জনগণের জন্য হুমকি।