১৭৩তম এয়ারবোর্ন ব্রিগেডের

দৈনিকবার্তা-কিয়েভ,১৭এপ্রিল : ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইরত ইউক্রেনিয়ান ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রশিক্ষণ দিতে প্রায় ৩০০ মার্কিন ছত্রীসেনা ইউক্রেন পৌঁছেছে।  মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়, ১৭৩তম এয়ারবোর্ন ব্রিগেডের এই সৈন্যরা মঙ্গল ও বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়াভোরিভে পৌঁছায়। এখানে ইউক্রেন সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়নকে তারা ছয় মাসের প্রশিক্ষণ দেবে।