Rangpur_sm_327394158

দৈনিকবার্তা-রংপুর, ১৭ এপ্রিল:  রংপুরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে ।বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে— অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, কোতয়ালী থানা পুলিশের অভিযানে নগরী থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে, জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে একাধিক মামলায় পলাতক ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলায় এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।