17-04-15-PM_Bangabondhu Bahaban-2

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নগরীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মুখে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেএ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও মশিউর রহমান, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু, সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, যুবলীগ সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী।পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।১৯৭১ সালের এই দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা আমবাগানে বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার গঠন করা হয়।বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষিত হয়।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয়।তাজউদ্দিন আহমেদ ছিলেন নিয়োগপ্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী। ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিপরিষদের সদস্য করা হয়।গুরুত্বপূর্ণ এ মন্ত্রিপরিষদের সফল নেতৃেত্ব পরিচালিত মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জিত হয় ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুক্রবার সকালে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেছে।হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সকালে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ও এর আশেপাশের এলাকা।সূর্য ওঠার সাথে সাথে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সর্বস্থরের মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের পূর্বপ্রান্তে মিরপুর সড়কে জড়ো হতে থাকে।

সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে উপস্থিত হাজার হাজার নারী-পুরুষের কণ্ঠে উচ্চারিত হতে থাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, মুজিবের বাংলায়, খুনিদের ঠাঁই নাই, শ্লোগান। এসব শ্লোগানে এলাকার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মতিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।এছাড়াও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণ ও উত্তর, যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ ঢাকা কলেজ শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মৎস্যজীবী লীগ, যুব শ্রমিক লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মোটরচালক লীগ, ওলামা লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাস্তহারা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, জননেত্রী পরিষদ, বঙ্গবন্ধু আইন পরিষদ, সোনার বাংলা যুব পরিষদ, যুব সাংস্কৃতিক জোটসহ অসংখ্য দল ও সংগঠন এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।