দৈনিকবার্তা-ঢাকা, ১৭ এপ্রিল: দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশ কনসার্টে সংগীত পরিবেশন, চলচ্চিত্রে এবং অডিও অ্যালবামেও গেয়েছেন। এবার একটি মিউজিক ভিডিওর কাজ করলেন। ‘’আয় ভোর’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আমিরুল মোমেনীন মানিক। তিনিই এর কথা লিখেছেন। তাকেও দেখা যাবে ভিডিওতে।
সম্প্রতি সাভারের গলফ ক্লাবে ভিডিওটির চিত্রায়ন হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির কথা এমন- আয় ভোর, আয় ভোর/তোর জন্য এই স্বপ্ন দেখা/দিন যায়, রাত যায় তোরই অপেক্ষায়/তোকে পেলেই পাবো মুক্তির রেখা’। সংগীতায়োজনে তানভীর তারেক।
এ প্রসঙ্গে আমিরুল মোমেনীন মানিক বলেন, নচিকেতা দাদা সবকিছুতেই নিখুঁত। তিনি গান অনেক গেয়েছেন, কিন্তু কখনও ভিডিও তৈরিকে প্রাধান্য দেননি। আয় ভোর’ গানটি তাকে দারুণভাবে প্রভাবিত করেছে বলেই তিনি ভিডিওতে অংশ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। এখন এর সম্পাদনা চলছে। শিগগিরই গানটির ভিডিও সব টিভি চ্যানেলে প্রচারের উদ্যোগ নেবো।