দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: চলতি বছরের হজ্জ ফ্লাইট আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্লিষ্ট এয়ার লাইন্সসমূহের প্রস্তুতি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের এই তথ্য জানান।বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী,ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সৌদি এয়ারলাইন্স-এর নির্বাহী মীর ওমর খাইয়াম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালক (সেলস ) মোহাম্মদ শাহনেওয়াজ, আটাব সভাপতি এস এম মন্জুর মোর্শেদ মাহবুব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ্জব্রত পালন করতে পারবেন। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স সমানুপাতিক হারে যাত্রী পরিবহন করবে। এ ছাড়া হজ্জের জন্য ওয়ানওয়ে টিকেটের কোন সুযোগ থাকছে না। ফিরতি ফ্লাইটের যাত্রীদের সুবিধার্থে মক্কা ও মদিনায় চেকিং পয়েন্টস-এর ব্যবস্থা রাখা হবে । এর ফলে বিমান বন্দরে যাত্রীদের মালামাল পরিবহন কিংবা চেকিং-এর বিড়ম্বনা পোহাতে হবে না ।তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ি হজ্জযাত্রীদের জমজমের পানিও আনতে হবে না। এয়ার লাইন্স দুটি নিজ উদ্যোগে হযরত শাহজালাল আন্তুর্জাতিক বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করবে।সৌদি সরকারের প্রদত্ত রেংকিংয়ে গতবছর হজ্জ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে মন্ত্রী জানান।
রাশেদ খান মেনন বলেন, এ বছর হজ্জ ফ্লাইট আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভলান্টিয়ার সার্ভিসিং-এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, টিকেট নিয়ে যাত্রীদের অতীতে যে বিড়ম্বনা পোহাতে হয়েছে এ বছর থেকে তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য টিকেটিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হয়েছে। বৈঠকে সিন্ধান্তু অনুযায়ি প্রতিজন হজ্জযাত্রী লাগ্যাজে ৩২ কেজি এবং হাতে ৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন।