দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: মেক্সিকোয় মারাত্মক তেজষ্ক্রিয় পদার্থ চুরির পর কর্তৃপক্ষ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যের কারদেনাস শহরে ট্রাক থেকে সোমবার একটি কনটেইনার চুরি হয়। এর ভেতরে দ্য ইরিডিয়াম-১৯২ ছিল।
মন্ত্রণালয় তাবাসকো, ক্যাম্পেচে, চিয়াপাস, ওয়াক্সাকা ও ভেরাক্রুজের নাগরিক সুরক্ষা বিষয়ক কর্তৃপক্ষকে সতর্ক করেছে। একইসঙ্গে পুলিশ, নৌ ও সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।মন্ত্রণালয় আরো বলছে, প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া এটি নাড়াচাড়া করা হলে যে কারো স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া তেজষ্ক্রিয় পদার্থটি অরক্ষিত থাকা অবস্থায় এর সংস্পর্শে এলেও মারাত্মক ক্ষতি হতে পারে। উল্লেখ্য, মেক্সিকোয় এ ধরনের মারাত্মক তেজষ্ক্রিয় পদার্থ চুরির এটি সর্বশেষ ঘটনা। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে উচ্চপর্যায়ের তেজষ্ক্রিয় কোবাল্ট-৬০ চুরির ঘটনা ঘটে।