দৈনিকবার্তা-পাবনা, ১৬ এপ্রিল: পাবনার বেড়ায় আওয়ামী লীগের দু’গ্রপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়ী-ঘর, দোকানপাট ভাংচুর ও গুলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন কমবেশী আহত। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বেড়া উপজেলার নাটিয়াবাড়ী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জাতসাকিনী ইউনিয়ন আওয়ামী লীগের ফজলুর রহমান ফজলু ও যুগ্ম সম্পাদক আববুবক্কর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপই ব্যাপক গুলাগুলি করে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষের সময় ১৫/২০টি দোকান ও ৬/৭টি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুত্বর অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।
আমীনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা বর্ষন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সংসদ সদস্য (পাবনা-৩ আসন) খন্দকার আজিজুর রহমান আরজু বলেন, এটা তাদের ব্যক্তিগত বিরোধ। আমি মিমাংসার চেষ্টা করছি।