DoinikBarta_দৈনিকবার্তা trolar-765x510

দৈনিকবার্তা-কক্সবাজার, ১৬ এপ্রিল: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জেলে-মাঝিমাল্লাকে ট্রলারসহ অপহরণের খবর পাওয়া গেছে।জলদস্যুরা বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ‘এফবি জয়নাল’ নামের ওই ট্রলারটি নিয়ে যায় বলে এর মালিক জয়নাল আবেদীন জানিয়েছেন।উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এমএ নেওয়াজ জানান, অপহরণের খবর পেয়ে তাদের চারটি দল বঙ্গোপসাগরে অভিযানে নেমেছে।

পাশাপাশি স্থলভাগেও পুলিশের নজরদারি চলছে বলে মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানিয়েছেন।ট্রলারের মালিক জয়নাল জানান, তার ট্রলারে জেলে ও মাঝি-মাল্লাসহ মোট ৩০ জন ছিলেন। সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার সময় ট্রলারটি দস্যুদের কবলে পড়ে। এ সময় ট্রলার থেকে সাগরে লাফিয়ে পড়ে বাদশা ও সোলেমান নামের দুই জেলে।অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করলে তারা ফোন করে বিষয়টি জানায় বলে জানান জয়নাল।