tank

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ এপ্রিল: ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক, স্নাইপার রাইফেল এবং একটি রোবটসহ সামরিক সরঞ্জাম উন্মোচিত করেছে।

ইরানের সেনা দিবসের আগে এ সব সামরিক সরঞ্জামের উন্মোচন করা হলো। আজকের(বুধবারের) এ অনুষ্ঠান ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা-পুরদাস্তান উপস্থিত ছিলেন।

আট চাকার আকরেব নামের ট্যাংক ৯৯এমএম কামান রয়েছে এবং এটি চার সেনা বহন করতে পারবে। ৪গুন ৪ শ্রেণীর রোবট ৬০০ কিলোগ্রাম ওজনসহ দু’টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। পূর্ব নির্ধারিত অপারেশন চালাতে সক্ষম এই রোবট।

এ ছাড়া, বাহের নামের ২৩ এমএম বিমান বিধ্বংসী কামান বুলেট প্রুফ পোশাক ভেদ করতে পারবে এবং এটির ওজন ২৪ কিলোগ্রাম। এ ছাড়া, শাহের নামের ১৪.৫ মিলিমিটার স্নাইপার রাইফেল সর্বোচ্চ তিন কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে।

এ ছাড়া, আজ উন্মোচিত সামরিক সরঞ্জামের মধ্যে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম অতি হালকা যুদ্ধ যানও রয়েছে। এক আসনের চার টনের এ যান চারশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তৎপরতা চালাতে পারবে।